কাউকে বলো না যেন

#গোপন_কথার_প্রথম_সূত্রঃ
দুজন মানুষ যখন পরস্পরের মধ্যে গোপন কথা শেয়ার করতে শুরু করে তখন বুঝতে হবে এই দুইটি মানুষের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। পারস্পরিক গোপন কথার পরিমান দুটি মানুষের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতার একটি উৎকৃষ্ট নির্দেশক। স্বার্থ, অহং (ego), আবেগ (emotion), দূরত্ব এবং আড়াল এই ধরনের দ্বন্দ বলের প্রভাব না থাকলে গোপন কথার পরিমান সময়ের সাপেক্ষে বৃদ্ধিশীল।

#গোপন_কথার_দ্বিতীয়_সূত্রঃ
দুজন মানুষের মধ্যে পারস্পরিক শেয়ারকৃত গোপন কথার মোট পরিমানের বেশীরভাগ যিনি বলেন তিনি অপর জনের উপর মানসিক ভাবে Continue reading “কাউকে বলো না যেন”