“জেনে রাখা ভালো” একটি বইয়ের কথা

lightএকসময় আমি স্নাতক শ্রেনীতে পড়াতাম। অন্যান্য কোর্সের সাথে, প্রায়ই দেখা যেত আমাকে “ব্যবসায় গণিত” “বিজনেস ম্যাথ” পড়াতে হতো। বিজনেস ম্যাথ কোর্সের প্রথম ক্লাশে রাশভারী ভঙ্গিতে ঘোষনা করতাম, আমি একটি প্রশ্ন করব, যে এটির সঠিক উত্তর দিতে পারবে, তাদের প্রথম দশজন ফাইনাল গ্রেড এ পাঁচ মার্ক গ্রেস পাবে, যদি এ প্লাস পাবার জন্য সেটি তাদের দরকার হয়। সবাই খাতা পেন্সিল নিয়ে তৈরী হয়ে নাও। যে আগে উত্তর লিখবে, সে হাত তুলবে। আমি প্রথম বিশজনের উত্তর খতিয়ে দেখব।

Continue reading ““জেনে রাখা ভালো” একটি বইয়ের কথা”