নানী বাড়ি ইয়েস, নানাবাড়ি নো

শৈশবের সুজালপুর, অম্লান স্মৃতি। সবচেয়ে অবাক বিষয় আমার এখনো লাগে, এই পরিবারে নানাবাড়ি শব্দটা নাই। সকলেই নানী বাড়ী যায়।
।।
পারিবারিক সম্পর্কগুলিকেও বিশেষ ভাবে সম্বোধন করা হয়। স্কুল শুরু করার পর থেকে জানা শুরু করলাম, মানুষে বড় চাচা বলে, কেউ কেউ বলে কাকা, আমরা বলি ‘বড় আব্বা’। আমরা, বিশেষ করে আমরা চার ভাই বোন ছিলাম সবচেয়ে পৃথক সম্বোধন নিয়ে, মানে সেভাবে শেখানো হয়েছিল আর কি। Continue reading “নানী বাড়ি ইয়েস, নানাবাড়ি নো”