শব্দের মনস্তত্ত্বঃ রাজপুরুষ বনাম প্রজা-২

ডিসি মানে কি?

এবার দেখা যাক, আশেপাশের পরিবেশ থেকে শিক্ষার্থীরা এমন কিছু কি শিখছে, যা প্রকৃত অর্থে ভুল এবং বাকী জীবন সে এই ভুল অর্থ বা ধারনা নিয়ে কাটিয়ে দিচ্ছে? ছোট্ট একটা উদাহরন দেয়া যাক। প্রতিটি জেলায় বর্তমানে মাশাল্লাহ একজন করে ডিসি আছেন। আমি আমার বন্ধুমহলে একবার একটা জরীপ করেছিলাম, ডিসি মানে কি? শুধুমাত্র যারা বিসিএস পাশ করে ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত (৩০ জনের মধ্যে মাত্র ০২ জন = প্রায় ৭%), তারা বলেছে ডেপুটি কমিশনার আর বাকীরা বলেছে ডিষ্ট্রিক্ট কমিশনার। আমার বন্ধুমহল নিশ্চয় শিক্ষিত একটি শ্রেনী যারা দেশের বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেন – তাদের জ্ঞানের বহর যদি এরকম হয় তাহলে চলবে?

আমার এক বন্ধু বৈদেশিক মন্ত্রণালয়ে কর্মরত। একবার একদেশ থেকে অন্য দেশে ট্রান্সফার হবার পথে দেশে কিছুদিন ছিল। সেরকম সময় একদিন, তাকে আমি বললাম, দোস্ত ডিসি শব্দটার বাংলা মানে কি? সে বলল, ক্যান জানস না? না মানে, তার কাজ আর নামের কি সাযুজ্য আছে? বৃটিশ শাসনামলে এই নামটি ছিল, সি. ও. রেভিনিউ। অর্থাৎ এই ভদ্রলোকের দায়িত্ব হলো, সরকারের রাজস্ব আদায় করা। তো আমার বন্ধুটি বলল, তুই কি মনে করিস, ডিসি-র বাংলা মানে হওয়া উচিত, প্রধান রাজস্ব আদায়কারী? এই বলেই সে একটা অট্টহাসি উপহার দিল। বর্তমানে, জেলা শহরগুলোতে, বিশালাকার সাইনবোর্ডে লিখা থাকে, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন ইত্যাদি। ডিসি শব্দটি ইংরেজিতে হলো ডেপুটি কমিশনার। ঠিক কিসের মাপকাঠিতে ডিসি অর্থ জেলা প্রশাসক হয় – এটা আমি কখনোই বুঝতে পারি না। প্রশাসক মানে যিনি প্রসাশন পরিচালনা করেন। আর প্রশাসন মানে হলো, প্রকৃষ্ট রুপে যে শাসন। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়, সরকারের নির্বাহী বিভাগকে প্রশাসন নামে অবহিত করে আমরা কি শিক্ষার্থী এবং আপামর জনসাধারনকে ভুল একটি শব্দ শেখাচ্ছি না?

Read more: শব্দের মনস্তত্ত্বঃ রাজপুরুষ বনাম প্রজা-২

উপজেলা পর্যায়ে, এই কর্মকর্তার নামই আবার, উপজেলা প্রশাসক নয় – এটি উপজেলা নির্বাহী কর্মকর্তা। কি বৈমাত্রেয় ব্যবহার? তার নাম উপজেলা প্রশাসক হলে অন্তত সাদৃশ্যটা সাধারণ মানুষ ধরতে পারত। আচ্ছা, উপজেলার ক্ষেত্রে যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতে পারে, তাহলে, ডিসিদের ক্ষেত্রে জেলা নির্বাহী কর্মকর্তা হলে ক্ষতি কোথায়? আর তাছাড়া বিচার বিভাগ পৃথকীকরনের পর, তাদের তো কোন বিচারিক ক্ষমতা নেই, ভ্রাম্যমান আদালত ছাড়া, সেক্ষেত্রে আমরা বছরের পর বছর ধরে, এমন সব মানুষকে প্রশাসক হিসেবে নামকরণ করে আসছি যে, তা সকলের কাছে ভুল সিগন্যাল দিচ্ছে।

পাবলিক সার্ভিস কমিশনে যারা চাকরী পাবেন এবং নির্বাচনে যারা জয়ী হয়ে যারা বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি হিসাবে অধিষ্ঠ হচ্ছেন, তারা সংবিধান অনুযায়ী, সকলেই জনগনের সেবক। আর তাদেরই একাংশকে আমরা নাম দিয়েছি, জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক ইত্যাদি। এই প্রশাসক শব্দটি গণমানুষকে ভীত করে, দূরে ঠেলে দেয়। অশিক্ষিত, দরিদ্র মানুষ এদের কাছে যেতে ভয় পায়, আর সেখানেই, গড়ে উঠে দালালী ব্যবসা, ঘুষ আদায়কারী চক্র। সামান্য একটি ইংরেজি শব্দের অনুপযুক্ত বাংলা ব্যবহার, কিভাবে মানুষকে প্রভাবিত করতে পারে, ভেবে দেখুন। এটা চলে আসছে যুগ যুগ ধরে।

প্রশাসক শব্দটি থেকে উৎসারিত যে ভীতি জনমনে কাজ করে, তা ধীরে ধীরে সাধারণ মানুষকে সরকার যন্ত্র থেকে ঠেলতে ঠেলতে অনেক দূরে নিয়ে চলে গেছে। ইতিমধ্যে যে মানসিক ভীতি কোটি কোটি সাধারন মানুষ মনের ভেতরে পোষন করে, তাতে করে, সরকারের নির্বাহী বিভাগের অবস্থান যদি হয় তেঁতুলিয়া তো সাধারন মানুষ থাকে টেকনাফে। এই দূরত্ব মানুষের পাওয়া এবং প্রাপ্য সরকারী সেবার মধ্যে একটি অক্ষয় দেয়াল তৈরী করে বসে আছে। রাজনৈতিক দলের ক্ষমতার পালা বদল হলেও জেলা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কিন্তু পালাবদল নেই। বদলি আছে, তবে সমস্যাটা যেহেতু জনগণের মনের মধ্যে, ভীতিকর একটি নামের আড়ালে, একজন জন-বান্ধব ডিসি যদিও বা কোথাও থাকেন, তিনি চাইলেও জনগণ তার কাছে যাবে না।

ভুল নামকরনের এই দায় কার এবং এর ফলে জনগনের সাথে সরকারের নির্বাহী যন্ত্রের মধ্যে দীর্ঘায়মান দূরত্ব, কমবে কিভাবে?

প্রথমে ফেসবুক নোটস আকারে লিখা হয়, ২০১৪ সালে। এখানেঃ https://www.facebook.com/notes/10159426968023538/

শব্দের মনস্তত্ত্বঃ রাজপুরুষ বনাম প্রজা -১

শৈশবের বাংলা বিষয়গুলোতে বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শব্দ গঠন ও নতুন শব্দ জানার স্তরে একটি জিনিষ অবশ্য পাঠ্য ছিল। তা হলো বিপরিত শব্দ। প্রিয় পাঠক, আসুন শৈশবের সেই বিপরীত শব্দগুলো, আরেকটু ঝালিয়ে নিই। বলুন দেখি, চোরের বিপরীত শব্দ কি? পুলিশ, ঠিক ধরেছেন। এবার বলুন দেখি, সৎ এর বিপরীত শব্দ কি? ঠিক বলেছেন অসৎ। আচ্ছা এবার বলুন, রাজা শব্দটির বিপরীত শব্দ কি হবে? যারা ভাবছেন রাণী, তাদের বলি, এটা লিঙ্গান্তর নয় কিন্তু! আর যারা ভাবছেন, প্রজা – তারা ঠিকই বলেছেন, তারা ১০০ তে ১০০।

শব্দ নিয়ে খেলার এবারের শব্দ হলো, পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। এর অর্থ কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমার খুব জানতে ইচ্ছে করে, কোন ***** এই শব্দার্থ বানিয়েছে? এখানে রাজা কে?

Read more: শব্দের মনস্তত্ত্বঃ রাজপুরুষ বনাম প্রজা -১

এখানে লক্ষনীয় শব্দটা হচ্ছে প্রজা। তো দেশে যদি প্রজা থাকে, তাহলে রাজা-ও থাকতে হবে। নাহলে প্রজা শব্দটি শুধু বৃটেনের মতো দেশে থাকতে পারে যেসব দেশে আনুষ্ঠানিকভাবে রাজবংশ লালন পালন করা হয়, কিন্তু নির্বাহী ক্ষমতা থাকে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে। আমাদের দেশে তো রাজ বংশ নেই। তাহলে রাজাও নেই, প্রজারও থাকার কথা নয়। সকল ভূমির মালিক হবে রাষ্ট্র এবং জনগণ একটি নির্দিষ্ট হারে ভূমিকর (খাজনা নামে পরিচিত) দিয়ে সেই ভূমি ভোগ-দখল এবং বিক্রি করতে পারবে – এরকম একটি আইন জারি করা হয় পাকিস্থান শাসনামলে, ১৯৫০ সালে, যার বাঙলা নাম, প্রজাস্বত্ত আইন (সংক্ষেপে) আর ইংরেজিতে হলো THE STATE ACQUISITION AND TENANCY ACT, 1950। দেখুন দেখি, টিনেন্ট শব্দটির মানে কেন প্রজা করা হলো? এখানে প্রজা কে? কেন, আপনি, আমি সাধারণ মানুষ, দরিদ্র মানুষ। মূল প্রশ্নটি হলো প্রজা কেন ব্যবহার করা হলো? এর দুটো সম্ভাব্য উত্তর আমি খুঁজে পেয়েছি। একটি হলো, দীর্ঘ ২০০ বছরের শাসনামলে বৃটিশ শাসকগোষ্ঠি সাফল্যের সাথে আমাদের মস্স্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে, তারা শাসক আর আমরা নেটিভ, যেটা আসলে প্রজা অর্থে তারা ব্যবহার করত। পাকিস্থান স্বাধীন হবার পর এমনকি বাংলাদেশ স্বাধীন কবার পরও, যারা আইন প্রনয়ন করেন, তারা নিজেদের অজান্তেই বৃটিশ শাসকগোষ্ঠির স্তরে নিজেদের রেখে আর সকলকে নেটিভ বা শব্দভেদে প্রজা স্তরে নামিয়ে দিয়েছেন। আরেকটি কারণ হতে পারে, তারা কাজটি অজান্তে করেননি, করেছেন জেনেশুনেই, যেন কাগজে কলমেই জনগণ প্রজা হিসেবে থাকে।

সুতরাং পিপলস রিপাবলিক অব বাংলাদেশ – এর অর্থ যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা মেনে নেই, সাথে সাথে এটাও আমাকে মেনে নিতে হয়, প্রজা হবার গ্লানি।

ব্যকরণে বাক্যের ভুল আলোচনায় একপ্রকার ভুল বাক্য পাওয়া যায়, সেটাকে বলে, গুরুচন্ডালী দোষে দুষ্ট বাক্য। উদাহরণে বলা ছিল, গরুটি আকাশে উড়িতেছে। এখানে কর্তা, ক্রিয়া পদ, কাল সবই ঠিক আছে কিন্তু বাক্যটি একটি অসম্ভব অর্থ প্রকাশ করছে।

আমাদের মহান সংবিধানে একটি বাক্য আমার নজরে এসেছে, যেটি গুরুচন্ডালী দোষে দুষ্ট। বাক্যটি হলো, জনগণ-ই এই প্রজাতন্ত্রের মালিক। আমরা তো প্রজা। আমাদের ভূমির মালিক রাষ্ট্র। এখানে হু ই জনগন? বাক্যটি অন্য যেকোন বাক্য হতে পারত যেমন: জনগণ-ই এই ভূখন্ডের মালিক – বা সেই জাতীয় কিছু।

প্রজা কিভাবে মালিক হয়?

আরেকটি তথ্য আপনাদের জন্য তুলে ধরি। কেমন লাগে, ধাক্কা খান কিনা, জানালে খুশী হবো। তথ্যটি হলো: জানুয়ারী, ২০১১ সালে, বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানের ১৩তম সংস্করণে অন্য একটা শব্দ খুঁজতে গিয়ে, হঠাৎ দেখলাম, রাজপুরুষ শব্দের মানে কি। আপনি বলুন তো রাজপুরুষ শব্দটির মানে কি? হয়ত ভাবছেন, রাজার উত্তরাধিকারী বা সেই ধরনের কিছু। উক্ত অভিধানের ১০২৭ পৃষ্ঠায়, রাজপুরুষ শব্দের অর্থ যেভাবে দেয়া আছে হুবহু ছবিটাই তুলে দিলাম। দেখুন, ধাক্কা খান এবং ধাক্কা খান কিনা, জানান।

কেউ বলতে পারেন – কবে দূর হবে এই রাজা-প্রজা সম্পর্ক?

কবে দূর হবে এই মানসিকতা?

প্রথমে ফেসবুক নোটস আকারে লিখা হয়, ২০১৪ সালে। এখানেঃ https://www.facebook.com/notes/10159426968008538/