নীরব সাম্প্রদায়িক বিবর্তন

সনাতনী বাংলা নাম আর সনাতন নেই।।
২০ বছর আগে সনাতন ধর্মের লোকজন যারা জন্মগ্রহণ করেছেন, এদের বেশির ভাগের ফার্স্ট নেম শুনে এরা যে সনাতন ধর্মের এইটা চট করে বোঝা যায় না। বেশির ভাগ বাংলা বিশেষণ বা সে ধরনের শব্দ দিয়ে নাম রাখা হয়েছে। সবুজ। নীল। বিপ্লব। ইত্যাদি।
।।
সামাজিক নিষ্পেষনের ফলে এই রূপান্তর নীরবে ঘটে চলছে। এখনকার দিনে সনাতন ধর্মের লোকেদের রাম, লক্ষণ, গৌরাঙ্গ ইত্যাদি নাম রাখতে দেখা যায় না।