মাচাঃ চাল

সারাটা বর্ষা ধরে
টিপটিপ টিপটিপ করে
ঝরে যাওয়া পানিতে যেমন
পচে যায় বাঁশ, ভেঙ্গে পড়ে মাচা।

আবার ধরো, যেমন
বৈশাখীর ঝড়ো আঘাতে এক
উড়ে গেল খুঁটি; ভেঙ্গে গেল চাল।

কিংবা ভাবো কথা অন্য এক

………………………………………..

………………………………………..

………………………………………..

 

আঙ্গুর

বেলার হাটে বয়স বেচে
দিন কাবারি
সরাসরি স্পষ্ট চোখে
কলম পিষি
জানি তুমি, তুমিই আমার
মিষ্টি নারী
কল্প সূখে শক্ত ব্রীড়ায়
আঙ্গুর চুষি।

<< টেক্সটাইল কলেজ ওসমানী হোষ্টেল, ঢাকা, ১৯৯৭>>

বৃত্ত বেহালার করুণা চক্র

কাঁদিতেছে নিশীথে
সকরুণ বেহালা
ষাটটি বছর দিলে
তোমারে সে খেয়ালা

ষাট বছরের পুঁজি
ফুরিয়েছে বাইশটি
বাকি দিয়ে সাজাবে
ধুলার এই পৃথিবী Continue reading “বৃত্ত বেহালার করুণা চক্র”

আমারো বড় ভয় করছে গো !

আমার স্ত্রী বলেন আমি নাকি জানোয়ার গোত্রীয়। যেমন জানোয়ারেরা মাটির দিকে বুক দিয়ে ঘুমায়, তেমনি আমিও মাটির দিকে বুক দিয়ে (মানে উপুড় হয়ে) ঘুমাই। আর তাই তিনি মনে করেন, তাঁর দাম্পত্য জীবন আমি বিষিয়ে তুলছি, একজন জানোয়ার হবার সুবাদে। অথচ, আমাদের প্রেমের বিয়ে। আর আমি কিনা ওকে এত ভালবাসি !
Continue reading “আমারো বড় ভয় করছে গো !”